সুশান্ত ঘোষ, গোবরডাঙ্গা, ২৪ নভেম্বর: সাড়ে চার কিলোমিটা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দুই ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার উত্তর ২৪ পরগনার হাবরা–মছলন্দপুর রোডের পায়রাগাছি মোড়ে জলের ড্রাম, বাঁশ এবং বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের।
অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন স্থানীয় গ্রামবাসীরা। রাস্তা সংস্কারের শুরু হয় গত তিন বছর আগে, শুরুতেই বন্ধ হয়ে যায়। যেটুকু রাস্তা তৈরি হয়েছিল তাও খানাখন্দে ভোরে উঠে দৈন্যদশায় পরিণত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর এভাবে চলার পর একপ্রকার বাধ্য হয়েই এলাকারবাসী হাবরা মছলন্দপুর রোডের পায়রাগাছি মোড়ে জলের ড্রাম, বাঁশ এবং বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
এলাকাবাসীর অভিযোগ, তিন বছর আগে রাস্তা মেরামতির জন্য টেন্ডার হয়। তারপর কোনও মতে জোড়াতালি দিয়ে দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়। গ্রামবাসীরা সাময়িক খুশি হলেও একটা সময় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত রাস্তাটি জরাজীর্ণ দুর্বিষহ অবস্থায় পড়ে রয়েছে। আশেপাশের তিনটি গ্রাম পঞ্চায়েত বেড়গুম ২, মছলন্দপুর ১, মছলন্দপুর ২ অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের এই রাস্তা ব্যবহার করে থাকেন নিত্যদিন। সংহতি স্টেশনে যাওয়ার পথে সাইকেল ও মোটর সাইকেলে প্রতিদিনি দুর্ঘটনার মুখে পড়তে হয়। এর মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ।
অবশেষে সোমবার সকাল সাড়ে নটা থেকে মছলন্দপুর হাবরা রোডের পায়রাগাছি মোড়ে দু’ঘন্টার উপরে পথ অবরোধে নামেন। গোবরডাঙ্গা থানার আধিকারীক উৎপল কুমার সাহা এবং মছলন্দপুর তদন্ত কেন্দ্রের ওসি চিন্তামণি নস্কর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের আশ্বাসে