সোশ্যাল সাইটে উস্কানিমূলক প্রচারের অভিযোগ, ভদ্রেশ্বরের ঘটনায় ধৃত মহিলা আইনজীবী

আমাদের ভারত, হুগলী, ১৫ মে: ভদ্রেশ্বর সহ একাধিক ঘটনায় উস্কানিমূলক পোষ্ট সোশ্যাল সাইটে। অভিযোগ এক মহিলা আইনজীবীর বিরুদ্ধে। সুতপা মাইতি নামে ওই মহিলাকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেট। ধর্মীয় উস্কানি মূলক প্রচারের জন্য তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রের খবর।

ভদ্রেশ্বরের ঘটনায় এখনও পর্যন্ত ১২৫ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর বোমা। আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে করা সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়। ঘটনার জেরে বন্ধ হওয়া ইন্টারনেট পরিসেবা এখনই চালু হবেনা বলেও জানানো হয়। এদিন সাংবাদিক বৈঠকে শুধু নিজেদের কথা বলেই ক্ষান্ত চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা। অথচ লকডাউন অবস্থায় গতকাল সারাদিন চন্দননগর থানা কি করে মহিলারা ঘেরাও করে রাখলেন, কেন একটি শহরের ঘটনার জন্য সারা জেলার মানুষ ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন না, তা নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *