কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: দুঃস্থ শিশুদের শীতবস্ত্র প্রদান করল ঘাটালের নটিবয় গ্রুপ। ঘাটালের কলেজ মোড়ে এই অনুষ্ঠান হয়। দু’বছর ধরে চলছে এই শীতবস্ত্রপ্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান বিভাষ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান ও কাউন্সিলর উদয়শঙ্কর সিংহ রায়, সুদীপ মন্ডল। নটিবয় গ্রুপের কর্মকর্তা অভীক দাস বলেন, দুঃস্থদের বস্ত্রবিতরণ অনুষ্ঠান দুবছর করছি অামাদের ক্লাবের দুই সদস্য সুদীপ ও সানী গতবছর অাকস্মিক দুর্ঘটনায় মারা যায়। তাদের স্মৃতির উদ্যেশ্যে এই বস্ত্রবিতরণ ২ বছর ধরে চলছে। দুঃস্থদের শীতকালীন বস্ত্র তুলে দেন অতিথিরা।