ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ডিএসও’র প্রতিবাদ ও বিক্ষোভ

কুমারেশ রায়, মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন ডিএসও’র উদ্যোগে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মেদিনীপুর, বেলদা ছাড়াও একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেদিনীপুর শহরে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে একটি মিছিল ডিএম গেটে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, মদের নিষিদ্ধকরণ, সিলেবাসে বড় মানুষের জীবনী চর্চার দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত জানা, তাপস জানা ও টুম্পা গোস্বামী। সুজিত জানা বলেন, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সরকার মদের ঢালাও লাইসেন্স বন্ধ না করলে এবং সমাজ মননে সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি না করলে এই সমস্যা সমাধান সম্ভব নয়”। তিনি আরো বলেন “পুঁজিবাদ অর্থনৈতিক দিক থেকে যত বেশি সঙ্কটের মুখে পড়বে সে সমাজ মননেও সংস্কৃতির সঙ্কট তৈরি করবে। যার ফলস্বরূপ দেশ জুড়ে নারী নির্যাতন বাড়বে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *