এলাকার দুঃস্থ মানুষদের বিনামূল্যে মাসিক রেশন দেওয়ার ব্যবস্থা রায়গঞ্জের উকিলপাড়া রামকৃষ্ণ সংঘের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ ফেব্রুয়ারি: এলাকার দুঃস্থ, অভুক্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে মাসিক রেশন প্রদানের উদ্যোগ নিল রায়গঞ্জ উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘের অন্যতম কর্মকর্তা রায়গঞ্জের যুব তৃণমূল নেতা অর্ণব মন্ডল ও তাঁর সাথীরা। “অনুপ্রেরণা” নামে একটি চিন্তাশীল প্রকল্প চালু করে রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামীন এলাকার দুঃস্থ অভুক্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে রেশন প্রদান চালু করল। এর প্রধান উদ্যোক্তা উত্তর দিনাজপুর যুব তৃণমূলের জেলা সহ সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্ণব মন্ডল। তাঁর এই মহতী কাজে পাশে রয়েছেন তার সহধর্মিণী তথা রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর পায়েল মন্ডল এবং উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘের উদ্যোগী যুবকদের। আজ একশো জন অসহায় দুঃস্থ গরীব মানুষের হাতে নিজেদের গড়া “অনুপ্রেরণা ” প্রকল্পের পাঁচ কেজি চাল ও এক কেজি ডাল তুলে দিলেন তৃণমূল যুব নেতা রামকৃষ্ণ সংঘের কর্মকর্তা অর্ণব মন্ডল। বিনামূল্যের এই রেশন পেয়ে খুবই খুশী রায়গঞ্জের দুঃস্থ ও গরীব অসহায় মানুষেরা। দুহাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করলেন যুব নেতা অর্ণব মন্ডল ওরফে বান্টিকে।

অপেক্ষাকৃত দুঃস্থ অভুক্ত ও গৃহহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এক বছর ধরে রায়গঞ্জ ব্লকের গ্রাম থেকে শহরে এনজিওর মাধ্যমে তালিকা তৈরির কাজ শেষ করে সোমবার থেকে বিনামূল্যে তাদের রেশন দেওয়ার ব্যাবস্থা চালু করল রামকৃষ্ণ সংঘ। অসহায় দুঃস্থ মানুষদের সাহায্যার্থে নিজেরাই চালু করল “অনুপ্রেরণা ” প্রকল্প। রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড ও শহর সংলগ্ন গ্রামগুলি থেকে একেবারে নিঃস্ব, সহায় সম্বলহীন ১০০ জন মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আজ থেকে দেওয়া শুরু হল বিনামূল্যে মাসিক রেশন। প্রতিমাসে একবার করে এইসব দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে ৫ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল। আজ উকিলপাড়ার রামকৃষ্ণ সংঘের ঘর থেকে শুরু হল রেশন বিলি। বিনামূল্যে চাল ও ডাল হাতে পেয়ে ভীষণভাবে উপকৃত হলেন রায়গঞ্জের দুঃস্থ অসহায় বাসিন্দা মিনতী অধিকারী, তারামণি মন্ডল, গোষ্ঠ সাহা, মৃদুবালা বসাকেরা।

উপভোক্তারা জানালেন, তাদের কাছে অন্নদাতা রূপে এসেছেন অর্ণব ওরফে বান্টি। ও যাতে জীবনে আরও উন্নতি করতে পারে এবং আরও বেশি করে অসহায় মানুষদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে সেই আশীর্বাদই করলেন তাঁরা।

রামকৃষ্ণ সংঘের কর্মকর্তা তথা তৃণমূল যুব নেতা রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্ণব মন্ডল বলেন, দীর্ঘ এক বছর ধরে রায়গঞ্জের একেবারে দুঃস্থ অসহায় অভুক্ত মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এনজিওর মাধ্যমে তাদের তালিকা তৈরি করা হয়েছে। আজ থেকে তাদের হাতে মাসিক রেশন তুলে দেওয়া হল। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানালেন অর্ণব মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *