DM office, Midnapur, মহিলা থানায় আন্দোলনকারী ছাত্রীর উপর বর্বরোচিত আক্রমনের অভিযোগ, মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ মহিলা সাংস্কৃতিক সংগঠনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: মহিলা থানায় আন্দোলনকারী ছাত্রীর উপর বর্বরোচিত আক্রমনের অভিযোগে মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ মহিলা সাংস্কৃতিক সংগঠনের।

পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গত ৩ মার্চ ছাত্র সংগঠনের ধর্মঘট চলছিল। সেই প্রচার চলাকালীন প্রচার স্থল থেকে বামপন্থী ছাত্রীকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। এমনকি থানার ভেতরে ওই থানার মহিলা ওসি সহ তার সহকর্মীরা ওই ছাত্রীর উপর অকথ্য অত্যাচার করেছে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ, অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে। তার প্রতিবাদে বৃহস্পতিবার ডিএম অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা দেবলীনা সরকার সহ ভবানী চক্রবর্তী, নমিতা পাল, শাবানা বানু প্রমুখ।

দেবলীনা সরকার বলেন, ডি এম স্যার আমাদের সঙ্গে আজকে দেখা করে কথা বলেছেন। উনি বলেছেন, বিষয়টা দেখবেন। ওনার বাড়িতেও ওনার কন্যা সন্তান আছে। আমরা ওসির শাস্তির দাবি করেছি। নিরপেক্ষ তদন্ত করে বিষয়টি দেখার আবেদন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *