ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মার্চ: ধর্ষকদের গ্রেফতারের দাবিতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানায় বিক্ষোভ দেখিয়েছেন অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠনের সদস্যরা। গতবছর পনেরো নভেম্বর দাঁতন থানার খন্ডরুই এলাকার কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণ ধর্ষণ করার অভিযোগ ওঠে। গণধর্ষণে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চব্বিশ নভেম্বর দাঁতন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ধর্ষিতা গৃহবধূ ফিরোজা বিবির অভিযোগ, অভিযোগ দায়েরের পর প্রায় পাঁচ মাস কেটে গেলেও পুলিশ তার ডাক্তারি পরীক্ষা করেনি এবং ধর্ষকদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষকদের গ্রেফতারের দাবিতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মহিলা সংগঠনের পক্ষ থেকে বুধবার দাঁতন থানায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।

মহিলা সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা ঝর্ণা জানা জানিয়েছেন, পাঁচ মাস হতে চললেও গণধর্ষণ কান্ডে পুলিশ কোনও সক্রিয় ভূমিকা নেয়নি। অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ধর্ষিতা ফিরোজা বিবি এবং তার স্বামীকে বারবার হুমকি দিচ্ছে। আতঙ্কে ওই গৃহবধূ শ্বশুর বাড়িতে যেতে পারছে না। তাদের দাবি, অবিলম্বে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করুক, না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *