ওএনজিসিতে চাকরি এবং জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ অশোক নগরে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ নভেম্বর:
উত্তর ২৪ পরগনার অশোকনগর ওএনজিসি যে জমিতে তেলের ভান্ডার খুঁজে পেয়েছে, সেই জমি দাতাদের ন্যায্য মূল্য দেওয়া হয়নি এবং কোনো স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়নি ও এন জি সি র পক্ষ থেকে। সেই অভিযোগে অশোক নগরে ওএনজিসি র অধিগৃহীত জমির সামনে হাবরা-নৈহাটি রোডে সজ সকাল থেকে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা।

কৃষকদের দাবি অশোকনগর বাইগাছি মৌজার শ্রমলক্ষ্মী কলোনীতে দীর্ঘদিন বসবাসরত যেসব কৃষকরা ওএনজিসিকে জমি দিয়েছিলেন সেই জমিতে বর্তমানে খনিজ তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে ওএনজিসি আধিকারিকরা এমনটাই দাবি করেছেন। এরই মধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বার্তায় জানিয়েছেন অশোকনগর এলাকায় প্রাকৃতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে তাই তিনি পরিদর্শনে আসবেন উত্তর ২৪ পরগনা অশোকনগর। বেশ কিছুদিন ধরে জমির মালিকরা তাদের ন্যায্য দাবী এবং একটি স্থায়ী চাকরির আশায় বিভিন্ন দপ্তরে হাজির হচ্ছেন কিন্তু কোনো সুরাহা মিলেনি। তবে এদিন কৃষকদের যে বিক্ষোভ আন্দোলন সেখানে এই বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা বর্তমান পৌরবোর্ডের সদস্য তৃণমূল নেতা সমীর দত্তকে। এছাড়াও কৃষক ও কৃষকের পরিবারের কয়েকশো মানুষ বিক্ষোভ দেখান নৈহাটি রোডের উপর।

বিক্ষোভ এর ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গ্রামবাসীরা এদিন দাবি তোলেন, তারা খুবই খুশি অশোকনগর থেকে খনিজ তেল ও গ্যাস উৎপাদন হচ্ছে কিন্তু তাদের জমির ন্যায্য মূল্য ও জমিদাতাদের পরিবারপিছু ন্যূনতম একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। এদিন প্রথমে ওএনজিসি গেটের সামনে বিক্ষোভ দেখালেও পরে হাবরা নৈহাটি রোডে উপর বসে পড়ে বিক্ষোভ এবং অবরোধ করেন কৃষকরা।
আন্দোলনে থাকা অশোকনগর কল্যাণগড় পুর প্রশাসক বোর্ডের সদস্য সমীর দত্তের বক্তব্যের ঠিক উল্টো সুরই দেখা গেল পুরসভার বর্তমান প্রশাসক প্রবোধ সরকার এর কথায়। প্রশাসক প্রবোধ সরকার বলেন, জমি নিয়ে কথা বলতে হলে সরাসরি সরকারের সঙ্গে কথা বলুন, অবরোধ করে কি হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *