সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ নভেম্বর: পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্হানীয় অধিবাসীরা। পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের হঠিয়ে দেয়। আজ দুপুরে বাঁকুড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়কের রতনপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ওন্দা ব্লকের মইঠা গ্রামে বাপের বাড়ি থেকে কৃষ্ণা রাউৎ ও তাঁর ২ বছরের কন্যা সন্তানকে বাইকে চাপিয়ে তার বাবা শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাদের বাইকটি রতনপুর মোড়ে বাঁকুড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়কে ওঠার সময় ঝাড়গ্রাম থেকে বাঁকুড়াগামী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। এতে বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনায় গুরুতর আহত কৃষ্ণাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত ২ জনকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বাসটিকে আটক করেছে পুলিশ।