সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ নভেম্বর: পথ দুর্ঘটনায় শেষ হয়ে গেল একটি পরিবার। গতকাল সন্ধ্যায় লরির ধাক্কায় এক পরিবারের তিন সদস্যেরই মৃত্যু হয়। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার রুকনি খাল এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে শ্রীমন্ত মুর্মু, তাঁর স্ত্রী সরস্বতী মুর্মু ও মেয়ে অলকা মুর্মুর।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার তালডাংরা থানার শ্যামপুর এলাকায় নিজের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সরস্বতী ও দশ বছরের মেয়ে অলকাকে মোটর সাইকেলে করে ওন্দার আড়াডাঙ্গা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন শ্রীমন্ত মুর্মু। তালডাংরার রুকনি খালের কাছে আসতেই উল্টো দিকে থেকে বেপরোয়া গতিতে আসা সাবড়াকোনমুখী একটি লরি তাদের ধাক্কা মারে। এই ধাক্কায় রাস্তাতেই ছিটকে পড়েন মোটর সাইকেলে থাকা দম্পতি ও তাদের মেয়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আদিবাসী দম্পতির। স্থানীয়রা গুরুতর আহত মেয়ে অলকাকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয়।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় এভাবে গোটা পরিবারের অন্তিম পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।