উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ ও কুশপুতুল দাহ বাগদায়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মার্চ: উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চাতে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করল তৃণমূল ছাত্র পরিষদ। এরপর মিছিল করে গোটা বাগদার হেলেঞ্চা বাজার পরিক্রমা করে ছাত্ররা।

বুধবার বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল রাজ্যজুড়ে এই ঘটনার প্রতিবাদ জানাবে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল নিয়ে হেলেঞ্চা বাজারে ও বনগাঁ ত্রিকোণ পার্কে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর বিক্ষোভের শেষে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে।

এই বিষয়ে হেলেঞ্চা ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সরজিত ঢালি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হেনস্থা করলে ছেলে হিসাবে আমরা বসে থাকতে পারি না। সেই কারণে উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে আমরা উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *