Agitation, Mecheda, মানিকচকে আন্দোলনরত বিদ্যুৎ গ্রাহকদের উপর পুলিশের গুলি চালানোর প্রতিবাদ, মেচেদায় বিক্ষোভ মিছিল ও অবরোধ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: মালদার মানিকচকে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে শান্তিপূর্ণ নিরস্ত্র সাধারণ মানুষের পথ অবরোধে পুলিশের গুলি চালানোর প্রতিবাদ সহ রাষ্ট্রীয় বাণিজ্য চালু করে দেশজুড়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে এবং বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়ে ১০৫ জনকে হত্যার বিরুদ্ধে আজ মেচেদার পাঁচ মাথার মোড়ে এসইউ সি’র ছাত্র, যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল ও প্রতীকী পথ অবরোধ করা হয়। অবরোধের ফলে অফিস যাত্রীরা বেশ কিছুক্ষণ আটকে পড়ে। এই অবরোধে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য সুব্রত দাস ও স্বপন জানা।

অন্যদিকে মানিকচকের ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে তমলুকে বিক্ষোভ মিছিল করে বিদ্যুৎ গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *