পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: ফাইজান আহমেদ ও দেবিকা পিল্লাই- এর মৃত্যুতে উত্তল হলো আইআইটি খড়্গপুর। আজ সকালে খড়্গপুর জাগরণ মঞ্চের তরফে আইআইটির মূল প্রবেশদ্বার আটকে তুমুল বিক্ষোভ দেখায় জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা। জাগরণ মঞ্চের কর্মী সমর্থকদের দাবি, অসমের তিনসুকরিয়ার ছাত্র ফাইজান আহমেদ এবং দেবিকা পিল্লাই- এর যেভাবে আইআইটিতে মৃত্যু হয়েছে তা নিয়ে অবিলম্বে আইআইটি’র ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা।
সোমবার ১৭ জুন সকালে আইআইটি খড়্গপুরের চতুর্থ বর্ষের ছাত্রী দেবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে আইআইটি কর্তৃপক্ষ। দু’ বছর আগে ভাইজানের মৃত্যু হয়, এবং পরে সিট তদন্ত করতে গিয়ে গিয়ে দেখে ফাইজানকে গুলি করে খুন করা হয়েছে তাই আইআইটির ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারকে অবিলম্বে গ্রেফতার এবং পদত্যাগের দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখায়।জাগরণ মঞ্চের তরফে আইয়ুব আলী জানিয়েছেন যে, প্রতিবাদ জানানো হয়েছে, এরপরে বৃহত্তর আন্দোলন হবে। এখন গেটে, এরপরে ডিরেক্টরের অফিসের বাইরে এবং তার বাংলো ঘিরে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।