আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ নভেম্বর: সাগরদিঘী থানার অন্তর্গত সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাইরে রবিবার সন্ধ্যায় এক মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্যরা।
রবিবার দুপুরে বিকি মন্ডল (২০) নামে এক ঠিকা শ্রমিক সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে বাঘপাড়া মোড়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হন। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার সন্ধ্যায় ক্ষতিপূরণ দাবি নিয়ে মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখালেন সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।