Blood donation, রক্তদান নিয়ে শঙ্কা আন্দোলনকারী নেতার

আমাদের ভারত, ৩০ জুন: “ভাবতে হবে, আমরা কোথায় হারিয়ে যাচ্ছি।” সোমবার সামাজিক মাধ্যমে এই প্রশ্ন রাখলেন ‘ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া’ (এফবিডিওআই)-এর মহাসচিব তথা ‘ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক অপূর্ব ঘোষ।

অপূর্ববাবু লিখেছেন, “গত ১২ ও ১৩ জানুয়ারি গুজরাটের রাজধানী আমেদাবাদ শহরে রেডক্রস ও এফবিডিওআই (FBDOI) এর উদ্যোগে রক্তদান বিষয়ক ২ দিনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ২৫০ জন নেতৃস্থানীয় প্রতিনিধি তাতে অংশ নেন। বাংলা থেকে প্রায় ৪০ জন ছিলেন। উদ্বোধন থেকে সমাপ্তি— কোনও রাজনৈতিক ব্যক্তিকে দেখা যায়নি।

আমি নিজে আমেদাবাদ ও রাজকোট শহরে কম করে ২৫টি রক্তদান শিবিরে উপস্থিত থেকেছি। রাজনীতির কাউকে দেখিনি।গুজরাট রেডক্রস এখন দেশের মধ্যে শ্রেষ্ঠ কাজ করছে।

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অধীনে রক্তদান শিবিরের জন্য সব মিলিয়ে এসি বাস আছে মাত্র ৬টি, আর গুজরাট রেডক্রস ব্লাড ব্যাঙ্কের আছে মোট ৩৪টি, গুজরাট রাজ্য স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের (এসবিটিসি) আছে মোট ৬২টি বাস। পশ্চিমবঙ্গের রক্ত প্রয়োজন ১৬-১৮ লক্ষ ইউনিট, গুজরাটের দরকার ৮-৯ লক্ষ ইউনিট। আমাদের জনসংখ্যা ওদের থেকে দ্বিগুণ।

সম্প্রতি ত্রিপুরা রাজ্যে রক্তদান কর্মসূচি দেখলাম। আমাদের মতই। ওখানে যাঁরা এই কাজের সূচনা করেছিলেন, তাঁদের সরিয়ে দিয়েছেন বর্তমান শাসক দলের সমাজসেবীরা। তবে কি এটা আমাদের বাঙালির সমস্যা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *