গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২০ অক্টোবর: চোলাই মদ বিক্রেতাদের বাড়িতে লাঠি নিয়ে মহিলা বাহিনীর হানা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকায়।
স্থানীয় মহিলাদের অভিযোগ, ওই এলাকায় চোলাই মদ রমরমিয়ে বিক্রি হয়। সেই মদ খেয়ে স্বামীরা অসুস্থ হয়ে পড়ছে। বাড়িতে থাকার সমস্ত জিনিসপত্র বিক্রি করে সেই টাকায় মদ খাচ্ছে। চোলাই মদ খেয়ে বাড়িতে গিয়ে মহিলাদের মারধর ও অশান্তি করছে দীর্ঘদিন ধরেই। প্রশাসনকে বার বার জানিও কোনো কাজ হয়নি। এরপর এলাকার সমস্ত মহিলা বাহিনী মিলে লাঠি হাতে একের পর এক বেআইনি চোলাই মদ বিক্রেতাদের বাড়িতে গিয়ে ভাঙ্গচুর চালায়। তার পাশাপাশি বেশ কয়েক লিটার বেআইনি চোলাইমদ মদ নষ্ট করে দেওয়া হয়। এরপর এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।