গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২০ অক্টোবর: জমিতে ধানের ওষুধ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কিঙ্কর দাস বয়স (৪২)। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডিহিবায়রা এলাকায়।
জানাগেছে, রবিবার সাত সকালে দিঘির পাড়ের জমিতে কীটনাশক ওষুধ দিতে গিয়েছিল ওই ব্যক্তি। ওই সময় বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় মাটিতে পড়েছিল। কীটনাশক ওষুধ দিতে গিয়ে বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে আছড়ে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় লোকজন দেখতে পায় ওই ব্যক্তি জমির ধারে পড়ে আছে। এরপর আরামবাগ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই ব্যাক্তির মৃতদেহটিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।