সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মে: ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন সম্বন্ধে মুখ্যমন্ত্রীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে আজ বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে মিছিল সহকারে বিক্ষোভ প্রদর্শন করা হয়।আজ সকালে মাচানতলা মোড়ে বিশ্বহিন্দু পরিষদের সদস্য, সমর্থকরা সমবেত হন। সেখানে বিক্ষোভ প্রদর্শন করে মিছিল সহকারে রানীগঞ্জ মোড়ে বীর সাভারকরের মূর্তির পাদদেশে এসে বিক্ষোভ দেখানো হয়।
বাঁকুড়া জেলা বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের প্রান্ত প্রচারক রনধীর মুখোপাধ্যায় বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কনের মতো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে যে কটুক্তি করেছেন তার নিন্দার ভাষা নেই। মমতা বন্দোপাধ্যায়ের হিন্দু বিরোধী মনোভাবের বিরুদ্ধে সমস্ত হিন্দু সমাজকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মুসলিম তুষ্টিকরণের ফলে বাংলায় হিন্দুরা কঠিন সমস্যার সম্মুখীন বলে তিনি মন্তব্য করেন।