আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: ‘রাজ্য চারুকলা পর্ষদ’ থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পী প্রদোষ পাল। বৃহস্পতিবার তিনি এ কথা ঘোষণা করেছেন।
আরজিকর-কাণ্ডের বেশ ক’দিন ধরেই সামাজিক মাধ্যমে তিনি তাঁর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এ দিন তিনি লিখেছেন, “আমি কলকাতার বাইরে, অফিসিয়ালি এখনই সম্ভব হচ্ছে না। আপাতত জানিয়ে রাখি রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিলাম।”
এর ঠিক আগেই তিনি অন্ধকারে সামাজিক মাধ্যমে ‘তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ গানটি ভিডিয়োতে পরিবেশন করেন। লেখেন, “কলকাতা থেকে অনেক দূরে আছি। চাইলেও নানান প্রতিবাদী কর্মসূচিতে নিজেকে রাখতে পারছি না। আজ রাতে আলো বন্ধ করে যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে দূরে থেকেও একটু অন্যভাবে আমিও সামিল হলাম। আলো বন্ধ করে গান গাইলাম একটা। যদিও রজনীকান্ত সেনের গানটা সকালের, কিন্তু এটাই মাথায় এল আজ। চাইছিলাম না এত আলো, মোবাইল তার মতো আলো বাড়িয়ে নিল! কী আর করার!”