Prize Distribution, Chandrakona, চন্দ্রকোণা টাউন বিজ্ঞান কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: আজ চন্দ্রকোণা টাউন বিজ্ঞান কেন্দ্রের ২০২২- ২০২৩ অভীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। মোট ১০৫ জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার স্বরূপ স্মারক, গাছের চারা, কলম ও কেক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা থেকে সহ সম্পাদক ড: বাবুলাল শাসমল উপস্থিত ছিলেন।

এছাড়াও সমাজসেবী ডা: সুবীর কুমার ঘোষ উপস্থিত ছিলেন। তিনি চারাগাছগুলি দান করেছেন। উপস্থিত ছিলেন চন্দ্রকোণা বিজ্ঞান কেন্দ্রের সদস্য ও সদস্যা সঞ্জয় মুখোপাধ্যায়, সমরেন্দ্র ঘোঘ, সন্তু মুখোপাধ্যায়, তারাপদ ভুঁইঞা, কৃষ্ণ মাইতি, বিকাশ লাহা, রমা কুন্ডু, মলয় পাত্র, বিবেকানন্দ ঘোষ, সৌমেন মন্ডল, সান্তনু ঘোষ, সৌমেন ঘোষ, শ্রীমতী মিঠু চৌধুরী, পীযূষ চৌধুরী এবং বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *