Priyanka Gandhi, R G Kar, তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে সোচ্চার প্রিয়াঙ্কা গান্ধী

আমাদের ভারত, ১২ আগস্ট: আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে এবার সোচ্চার হলেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন। একইসঙ্গে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী।

কলকাতার এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর অবশ্য আস্থা রেখেছেন তিনি। এক্স হ্যান্ডলের পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘আরজিকর মেডিক্যাল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা মর্মান্তিক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।

আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছি। নিহত ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মীদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার অনুরোধ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *