পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ মে:
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডুর সমর্থনে ঝাড়গ্রামে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন বিজেপি নেতৃত্বরা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ মে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এদিন সভার স্থল পরিদর্শন করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুখময় সৎপতি, প্রার্থী ডাঃ প্রণত টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও এদিন সকালে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের মহড়া হয়।