Modi, BJP, দার্শনিক, কবি ও চিন্তাবিদ তিরুভাল্লুভারকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

আমাদের ভারত, ১৫ জানুয়ারি: তিরুভাল্লুভার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মহান তামিল দার্শনিক, কবি ও চিন্তাবিদ তিরুভাল্লুভারকে স্মরণ করেন।

সামাজিক মাধ্যম এক্স -এ এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “তিরুভাল্লুভার দিবস উপলক্ষে আমরা তামিল দার্শনিক, কবি ও চিন্তাবিদ তিরুভাল্লুভারকে স্মরণ করি। তাঁর স্তোত্রগুলি তামিল সংস্কৃতি ও দর্শন চিন্তার ঐতিহ্যের প্রতিফলন। যথাযথ বিষয়কে নির্বাচিত করা, পরদুঃখকাতরতা এবং ন্যায় বিচারের পথকে অনুসরণ করতে তাঁর শিক্ষা আমাদের সহায়তা করে। তিরুভাল্লুভারের কালজয়ী রচনা তিরুক্কুরাল অনুপ্রেরণার উৎস। এর মধ্য দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে গভীরে চিন্তা করার উপাদান পাওয়া যায়। আমাদের সমাজের জন্য তিনি যে স্বপ্ন দেখতেন, তার বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম করে যাব”।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এখবর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *