Modi, Pranab, প্রণবের অধ্যবসায় ও দৃঢ়তাকে তারিফ প্রধানমন্ত্রী মোদীর

আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: প্যারা অলিম্পিকে সাফল্যের জন্য ভারতীয় প্রতিযোগী প্রণব সুরমাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, “প্যারা অলিম্পিক ২০২৪-এ পুরুষদের ক্লাব থ্রো এফ৫১-এ রৌপ্য পদক জেতার জন্য প্রণব সুরমাকে অভিনন্দন। তাঁর সাফল্য অগণিত তরুণদের অনুপ্রাণিত করবে। তাঁর অধ্যবসায় ও দৃঢ়তা প্রশংসনীয়।”

প্রসঙ্গত, একই ইভেন্টে সোনা পেয়েছেন ভারতের ধরমবীর। এ বারের প্যারা অলিম্পিক্সে এই প্রথম একই ইভেন্টের প্রথম দুই স্থানে শেষ করলেন দু’জন ভারতীয়। পাঁচটি সোনা-সহ ভারতের মোট পদক সংখ্যা এখন ২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *