আমাদের ভারত, মালদা, ২৯ নভেম্বর: বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মাইনরিটি সরকার হওয়ার পথে, সংখ্যালঘু সরকার হওয়ার পথে। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে। ডিসেম্বর মাসেই এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। মহামহিম রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া আস্থা ভোটে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য। তা করতে পারবেন বলে আমাদের মনে হয় না।
বৈষ্ণবনগরের জনসভায় তিনি বলেন, স্বাভাবিক ভাবেই সরকার যদি মাইনরিটি হয়ে যায় কেয়ারটেকার সরকারের ব্যবস্থা নেই সংবিধানে। রাজ্যপালের শাসন করতে হবে বা রাষ্ট্রপতি শাসন হবে। কিন্তু এটা আমাদের হাতে নেই। তৃণমূল কংগ্রেস যদি নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে ভেঙে যায়, সরকার পড়ে যায় তার জন্য বিজেপি দায়ী থাকতে পারে না। দুর্ভাগ্যের হলেও সেদিকেই বর্তমান সরকার চলেছে বলে মনে হচ্ছে। আমাদের আবেদন করার বিষয় নেই, তার কারণ সংবিধানের নির্দিষ্ট ব্যবস্থা আছে, রাজ্য সরকার যদি মাইনরিটি হয় সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে রাষ্ট্রপতি শাসন হতেই হবে। অন্য কোন অল্টারনেটিভ ব্যবস্থা এখানে নেই। এদিন মালদার বৈষ্ণবনগরে এক জনসভায় এসে একথা বলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তিনি বলেন, চাকরি দেওয়ার নাম করে যে যে তৃণমূল নেতারা টাকা নিয়েছে তাদের নাম লাল ডায়েরিতে লিখে রাখুন। যেদিন ক্ষমতায় আসব তাদের পেট কেটে সেই টাকা বার করব। আপনাদের মধ্যে সেই টাকা ফিরিয়ে দেব।