আমাদের ভারত, ২৭ নভেম্বর: গুরু নানকের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সোমবার রাষ্ট্রপতি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “গুরু নানক দেবজির জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশ ও বিদেশের সকল ভারতীয়দের, বিশেষ করে আমাদের শিখ ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। গুরু নানক দেবজি সমাজের নিঃস্বার্থ সেবার গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং প্রত্যেককে প্রেম, শান্তি ও করুণার জীবন মূল্যবোধ গ্রহণ করতে অনুপ্রাণিত করেছেন। আসুন, আজ দেব দীপাবলির দিনে, আমরা ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির জন্য নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।”