সুশান্ত ঘোষ, গোবরডাঙ্গা, ১৫ নভেম্বর: উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার জমিদার পরিবারের
প্রতিষ্ঠিত কালী মন্দির ১৯৭ বছরের প্রাচীন।
১২২৯ বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত। জাগ্রত মা কালী এখানে প্রসন্নময়ী। ১২টি শিব মন্দিরে ঘেরা মায়ের মন্দির নিত্য দু বেলা পুজো হয়। কালীপুজোর রাতে প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল নামে। প্রসাদ বিতরণ মধ্যে থাকে আবেগ।
তবে এবার করোনা অতিমারির জেরে সেই আয়োজন
বাতিল করা হয়েছে। মা কালীর পুজোর শেষে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও এবার রাখা হয়েছে বিধিনিষেধ। পুজোর আয়োজক ও জমিদার পরিবারের বংশধর উদিত প্রসন্ন মুখার্জি জানান, প্রয়োজন যৎসামান্য লোকের
অঞ্জলির ব্যবস্থা করা হবে। ভীড় বেশী হলে মন্দিরে ভীড় নিয়ন্ত্রণ করা হবে। আগে এই মন্দিরে পশুবলি হত। তা কয়েক যুগ আগে বন্ধ হয়েছে। এখন মাকে আড়াই শো মধু আর আড়াই কিলো চিনি
উৎসর্গ করা হয়।