নীল বনিক, আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: কলকাতার পুরভোটে শোভন চট্টোপাধ্যায়কে ফেরাতে দক্ষিণ কলকাতা জুড়ে পোষ্টার। বৃহস্পতিবার রাতে কলকাতার প্রাক্তন মেয়রকে ফেরাতে পোষ্টার মারলেন দক্ষিন কলকাতার বিজেপি কর্মীরা। তাদের আর্জি, কলকাতা পুরসভার ভোটে অবিলম্বে ময়দানে নামুক শোভন চট্টোপাধ্যায়। তিনি নামলেই দক্ষিণ কলকাতায় দলের কর্মীরা চাঙ্গা হবে বলে মনে করছেন বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য, বর্তমান মেয়র ফিরাদ হাকিমের আমলে কলকাতা পুরসভার পুরপরিষেবা লাটে উঠেছে। বরং প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির আমলেই পুরপরিষেবা অনেক উন্নত ছিল। পুরপরিষেবা ঠিক রাখতে কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিকেই প্রয়োজন বলে পোষ্টার মেরেছেন বিজেপি কর্মীরা।
শোভন চ্যাটার্জির সমর্থনে এমন পোষ্টার নিয়ে প্রাক্তন মেয়র কোনও মন্তব্য করতে চাননি। তবে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা অবশ্য এমন পোষ্টার নিয়ে প্রকাশ্যে বলছেন, শোভন চ্যাটার্জি রাস্তায় নামলে কলকাতায় বিজেপির ভালো ফল হবে। তিনি এখনও বিজেপিতে রয়েছেন। তাঁকে পুরভোটের সময় ময়দানে নামাতে চেষ্টা করুক দলের কেন্দ্রীয় নেতারা। শোভন চ্যাটার্জির মান ভাঙাতে পারলেই তৃণমূল বোর্ড ভাঙানো যাবে বলে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা মনে করছেন।