পুরভোট নিয়ে এবার রাজ্য নির্বাচন কমিশের বিরুদ্ধে আদালতে যাবার ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আইনি যুদ্ধের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সল্টলেকে তিনি বলেন, নিয়ম মেনে নির্বাচন না হলে আদালতে যেতে পারে রাজ্য বিজেপি।

দিলীপ ঘোষ বলেন, রাজ্য বিজেপি সবসময় চায় নিয়ম অনুযায়ী পুরনির্বাচন হোক। কিন্তুু আমরা দেখতে পাচ্ছি নিয়মের তোয়াক্কা না করেই পুরনির্বাচন করার কথা ভাবছে রাজ্য সরকার। প্রসঙ্গত, এপ্রিলে পুরনির্বাচন নিয়ে গতকাল বিজেপির আপত্তির কথা জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়। তিনি জানিয়েছেন, এপ্রিলে পুরভোট হলে মাইক্রফোনে প্রচার করার সূযোগ পাবে না রাজ্য বিজেপি। তারপরেই পুরনির্বাচন পিছিয়ে দেবার দাবি তোলে রাজ্য বিজেপি। আর দিলীপ ঘোষ সোজা এদিন পুরনির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঙ্কার তুললেন। তিনি জানান, অতীতে নির্বাচন নিয়ে বিজেপি অাদালতের দ্বারস্থ হয়েছিল। বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছিল বিজেপি। এবারও বেনিয়ম হলেই বিজেপি ফের আদালতের দ্বারস্থ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *