৪০টি প্যারাসিটামল ট্যাবলেটের উপর পোর্ট্রেট, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বাগনানের অঙ্কন শিক্ষক

আমাদের ভারত, হাওড়া, ২২ সেপ্টেম্বর: ৪০ টি প্যারাসিটামল ট্যাবলেটের উপর ৪০ জন বিখ্যাত ব্যক্তির পোট্রেট এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন বাগনানের মুরালীবাড় শীতলতলার বাসিন্দা পেশায় অঙ্কন শিক্ষক অনিমেষ ধাড়া। অনিমেষবাবু ১২০ মিনিটে এই পোট্রেট আঁকায় তাঁকে পুরস্কৃত করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সংস্থা। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে তাঁকে পাঠানো হয়েছে শংসাপত্র, মেডেল, পেন সহ অন্যান্য পুরস্কার।

ছোটবেলা থেকেই অনিমেষবাবুর ছবি আঁকার প্রতি ঝোঁক। পরবর্তী সময়ে কলকাতার একাডেমী অফ ফাইন আর্টস থেকে অঙ্কনে ডিপ্লোমা করেন। পরে একটি বেসরকারি বিদ্যালয়ে অঙ্কনের শিক্ষাকতা করা ছাড়াও বাড়িতে অঙ্কনের বিদ্যালয় করে আঁকা শেখানো। অনিমেষ ধাড়া জানান, ৪০ টি প্যারাসিটামল ট্যাবলেটের উপর রাজা রামমোহন রায়, এ পি জে আবদুল কালাম, গান্ধীজি, নেতাজি, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম সহ ৪০ জন বিখ্যাত ব্যক্তির পোট্রেট আঁকি। পরে ৯ সেপ্টেম্বর আমার হাতের কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠাই। ১৬ সেপ্টেম্বর আমার কাজকে স্বীকৃতি দেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। আর মঙ্গলবার সংস্থার দেওয়া উপহার আমার বাড়িতে পৌঁছয়। আগামীদিনে এইরকম আরও অনেক রেকর্ড করার ইচ্ছা আছে বলে জানান অনিমেষ ধাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *