Polygraph, Sandeep Ghosh, সন্দীপ ঘোষ সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষা, সিবিআইয়ের আবেদন মঞ্জুর আদালতের

আমাদের ভারত, ২২ আগস্ট: আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা আদালতে যায় সিবিআই। তার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

সন্দীপ ছাড়াও আরো পাঁচজনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাদের মধ্যে রয়েছেন আরজিকর হাসপাতালের চারজন চিকিৎসক পড়ুয়া। যারা সেই রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন বলে দাবি। এছাড়াও ধৃত সঞ্জয় রায়ের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছেন গোয়েন্দারা।

বৃহস্পতিবার সন্দীপ ঘোষ ছাড়া চারজন পড়ুয়া চিকিৎসকের গোপন জবানবন্দির আবেদন করেছে সিবিআই। শিয়ালদা আদালত সেই আবেদন মঞ্জুর করে দেয়। এবার পলিগ্রাফ পরীক্ষার আবেদনও মঞ্জুর হয়েছে।

এর আগে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার আবেদন মেনে নিয়েছে আদালত।

পলিগ্রাফ টেস্ট এমন একটা পরীক্ষা যেখানে সন্দেহভাজনের বলা কথা সত্যি বা মিথ্যা তা ধরা যায়। এই পরীক্ষায় ৪ থেকে ৬টি সেন্সর ব্যবহার করা হয়। ক্যালিগ্রাফি পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয় সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *