আমাদের ভারত, হাওড়া, ৬ মার্চ: মোবাইল উদ্ধারের অপারেশন ‘আশার আলো আবার এলো’ কর্মসূচিতে আবারও বড়সড় সাফল্য-পুলিশের। হাওড়া শহরের বিভিন্ন থানা এলাকার প্রায় ২৫ টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশ। হাওড়া ডিসি সাউথের কার্যালয়ে এই মোবাইল গুলি ফেরত দেওয়া হয়। মোবাইল ফেরত পাওয়ার পর পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মোবাইল মালিকরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ফোন উদ্ধার করার জন্য এই বিশেষ অভিযান শুরু করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ২৫ টি ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হল।
ফোন ফেরত পেয়ে খুশি ফোন মালিকরা। এখনো পর্যন্ত মোট ২৫ টি ফোন উদ্ধার করে হাওড়া সিটি পুলিশের এই বিশেষ দল। পারমিতা বিশ্বাস বলেন, মন্দিরতলায় অটো পরিবর্তন করার সময় আমার মোবাইলটা হারিয়ে যায়। পুলিশের সহায়তায় মোবাইলটি ফিরে পেলাম। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।