আমাদের ভারত, হাওড়া, ৩১ ডিসেম্বর: বিভিন্ন জায়গা থেকে চুরি ছিনতাই হওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বৃহস্পতিবার বছরের শেষ দিনে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর কার্যালয় পানিয়াড়ায় ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। এদিন দুপুরে উদ্ধার হওয়া ৫০টি মোবাইল মালিকদের হাতে তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুরিন্দর সিং এবং হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার।
সূত্রের খবর, হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গা থেকে এইসব মোবাইল চুরি এবং ছিনতাই হয়। মোবাইল চুরি নিয়ে বিভিন্ন থানায় অভিযোগও দায়ের হয়। পরে মোবাইল চুরির তদন্তে নামে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। আর এরপরেই বিভিন্ন জায়গা থেকে মোবাইলগুলি উদ্ধার করে পুলিশ।
এদিকে বছরের শেষদিনে চুরি যাওয়া মোবাইল ফিরে পাওয়ায় খুশি মালিকরা। তাদের মতে নতুন বছরের আগে পুলিশের কাছ থেকে পাওয়া সবথেকে দামী উপহার।