আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: টাটা ইন্ডিকা ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশ অফিসার ও এক সিভিক ভলান্টিয়ার তথা চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। নিহত পুলিশ অফিসারের নাম মহম্মদ সফিকুল, তিনি ইসলামপুর থানায় কর্মরত ছিলেন। অপর মৃতব্যাক্তি কামরুল হক, তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। তিনিই ইন্ডিকা গাড়িটি চালাচ্ছিলেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে আটক করা গেলেও চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রায়গঞ্জে একটি সরকারি কাজে ইন্ডিকা গাড়ি নিয়ে এসেছিলেন ইসলামপুর থানায় কর্মরত এ এস আই মহম্মদ সফিকুল। সিভিক ভলান্টিয়ার কামরুল হক পুলিশের জিপটি চালিয়ে নিয়ে এসেছিলেন। রাতে রায়গঞ্জের কাজ শেষ করে ইসলামপুর ফেরার পথে কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সিভিক ভলান্টিয়ার কামরুল হকের। স্থানীয় বাসিন্দারা পুলিশ অফিসার সফিকুলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষনা করেন।
নতুন বছরের শুরুতেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর থানা ও জেলা পুলিশ মহলে। খবর পেয়েই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি।