পুরভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ইস্যু হবে সিএএ, বোঝালেন সুব্রত বক্সী

নীল বনিক, আমাদের ভারত, ১ জানুয়ারি: আসন্ন পুরনির্বাচনে এনআরসি ও সিএএ তৃণমূল কংগ্রেসের প্রচারের হাতিয়ার হবে। বুধবার তৃণমুল ভবনে দলের ২২ তম প্রতিষ্ঠা দিবস পালন করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী।

সুব্রত বক্সী বলেন, বিজেপি সরকার একটা জনবিরোধী আইন নিয়ে এসেছ। আইন তৈরি করা হয় মানুষের জন্যে। যদি মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে সেই আইনকে প্রত্যাখ্যান করে তাহলে সরকারকে পিছু সরতে হবে। আসন্ন পুরসভা বা বিধান সভা নির্বাচনে বিজেপিকে রুখতে কোনো হাতিয়ারের দরকার লাগবে না। বাংলার মানুষ তাদের ৩টি উপনির্বাচনের মাধ্যমে আগেই বিজেপিকে প্রত্যাখ্যান করে দিয়েছে। সাময়িকভাবে লোক সভা নির্বাচনে টাকা দিয়ে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে কিছু আসন লাভ করেছিল। কিন্তু আসন্ন পুরসভার ও বিধান সাভার নির্বাচনে মানুষ তাদের এই বাংলা থেকে খালি হাত গুটিয়ে ফিরতে বাধ্য করবেন বলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন তৃণমূল সাংসদ সুব্রত বক্সী। এদিন তৃণমূল ভবনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন সুব্রত বক্সী সহ অন্য নেতৃবৃন্দ। তবে পুরভোটে যে বিজেপির বিরুদ্ধে সিএএ হাতিয়ার তা বোঝাতে ভুল করলেন না তিনি। সুব্রত বক্সী বলেন, রাজ্যের মানুষ এই আইন চায় না। আর এই আইনের বিরুদ্ধে লড়াই করতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *