আমাদের ভারত, নদিয়া, ১৫ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চূর্ণী নদী থেকে ৩টি মাটি বোঝাই ট্রলার আটক করলো রানাঘাট থানার পুলিশ। ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে রানাঘাট থানার পুলিশ খবর পাচ্ছিল রাতের অন্ধকারে ট্রলারে করে গঙ্গা ও চূর্ণী নদীর পাড় থেকে বেআইনি ভাবে মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা। আর সেই বিষয়ে তদন্ত চালানোর সময় রানাঘাট পুলিশ রবিবার গভীর রাতে খবর পায় কলাইঘাটা এলাকায় নদীর পাড়ের মাটি কেটে নৌকায় বোঝাই চলছে। আর এর পরেই রবিবার ভোর রাতে রানাঘাট থানার আইসি’র নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩টি মাটি বোঝাই ট্রলার আটক করে। গ্রেফতার করা হয় মাটি কাটা ও বোঝাইয়ের কাজ করা ১২ জনকে। রবিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলে পুলিশ।