করোনা সতর্কতায় উলুবেড়িয়ায় রাস্তায় জীবানুনাশক জল স্প্রে পুলিশের

আমাদের ভারত, হাওড়া, ২৮ মার্চ:
করোনা সতর্কতায় এবার শহরের রাস্তায় জীবানুনাশক জল স্প্রে করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। শনিবার সকালে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌয ও উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি উলুবেড়িয়া শহরে এই জল স্প্রে করে।
করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্যে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলেও নতুন করে আক্রান্তের কোনও খবর নেই। যদিও ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যের একাধিক জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। রাস্তায় টহল দেওয়ার পাশাপাশি মাইকিং করে সকলকে সতর্ক করা হচ্ছে। এদিকে পুলিশের নজরদারির পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় বাগনান ষ্টেশন রোড সংলগ্ন এলাকার বাজার পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি শ্রী বীরেন্দ্র। এদিন তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি বিবেক সহায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সৌম রায়।

অন্যদিকে করোনা সতর্কতায় উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরী করার পর এবার আমতা ২ নং ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজে একটি আইসোলেশন ওয়ার্ড তৈরীর সিদ্ধান্ত নিল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান, প্রাথমিকভাবে ৫০ শয্যার ওয়ার্ড তৈরী করা হলেও ১০০ শয্যা তৈরীর পরিকাঠামো থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *