আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মার্চ: বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে পালিয়ে আসা যুবককে ফের হাসপাতালে পাঠালো পুলিশ। গতকাল বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে পালিয়ে আসা ওই যুবককে খুঁজতে হিমশিম অবস্থা হয় পুলিশের। খড়গপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের আজাদ কলোনির বাসিন্দা ওই যুবক জ্বর ও বুকে ব্যথা নিয়ে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। করোনা সন্দেহে এরপর তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়ে দেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এরপর বেলেঘাটা হাসপাতাল কর্তৃপক্ষ ও সেখানকার চিকিৎসকরা নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি হতে পরামর্শ দেন।
১৭ মার্চ সেখানকার চিকিৎসকেরা জানান তিনি অতিমাত্রায় করোনা সন্দেহভাজন তাই তাকে পর্যবেক্ষণে থাকতে হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার ওই যুবক বেলেঘাটা আইডি হাসপাতালে না গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে বাড়ি চলে আসেন এবং একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি না হয়ে ওই যুবকের খড়গপুর শহরে ঘুরে বেড়ানোয় পুরসভা কর্তৃপক্ষ ও পুলিশের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। ওই যুবককে খুঁজতে হন্যে হয়ে ওঠে পুলিশ। অবশেষে বুধবার তার খোঁজ মেলে এবং তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি করা হয়।