আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি :
চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ। আজ এই উদ্ধার করা ২৭টি মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস।
গত এক-দেড়মাসে তমলুকের বিভিন্ন এলাকা থেকে একাধিক মানুষের মোবাইল ফোন চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোবাইল খুইয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন অনেকে। সেই মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে তমলুক থানার স্পেশাল অপারেশন গ্রুপ ও সাইবার সেল জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে। মঙ্গলবার তমলুক থানার তরফ থেকে উদ্ধার হওয়া সেই মোবাইল ফোনগুলিকে তাদের মালিকের হাতে তুলে দেওয়া হল। এই চুরি যাওয়ার ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা জানানো হয়নি তদন্তের স্বার্থে।