জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: বৃহস্পতিবার সন্ধ্যায় কেশপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা নিষিদ্ধ বাজি নিষ্ক্রীয় করল আনন্দপুর থানার পুলিশ।
দীর্ঘদিন ধরে কেশপুর ব্লকের দু’ নম্বর অঞ্চলে ওকুলসারা গ্রামে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছে বলে আনন্দপুর থানায় খবর আসছিল। সেই খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওকুলসারা গ্রামে হানা দেয় পুলিশ। গ্রামে তল্লাশি চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে বোম স্কোয়াড ও ফায়ার ব্রিগেডের যৌথ উদ্যোগে আনন্দপুর থানার পাশে জুগনির জঙ্গলে উদ্ধার হওয়া সমস্ত নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করা হয়। ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বাজি তৈরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।