CP, Barrackpur, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মে: এবারে লোকসভা নির্বাচনে অন্যতম নজর কাড়া কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি। ব্যারাকপুর লোকসভায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট ও নির্বাচন কমিশন। ব্যারাকপুর লোকসভায় অবস্থিত ৫টি ডিসিআরসি কেন্দ্র সহ ব্যারাকপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানালে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া।

এদিন সকাল থেকেই পুলিশ কমিশনার তার টিম নিয়ে ব্যারাকপুরের বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সেই সঙ্গে ব্যারাকপুরের ডিসিআরসি কেন্দ্র প্রশাসনিক ভবনে তিনি ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হন। শুধু পুলিশ কমিশনার নয়, এদিন নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক ভবনে উপস্থিত হন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দিবেদ্বী ও ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। ব্যারাকপুরের ভোট শান্তিপূর্ণ করতে মোট ৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছিল। এর সাথে অতিরিক্ত আরো ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে ব্যারাকপুরে। সেই সঙ্গে প্রায় ৩ হাজার রাজ্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুর কেন্দ্রের জন্য। এদিন প্রদর্শনের ফাঁকে পুলিশ কমিশনার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন একমাত্র লক্ষ্য তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *