আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ মার্চ: লকডাউন চলছে সারা দেশ জুড়ে। লকডাউনে ৭ জনের বেশি জমায়েত হওয়া একবারে নিষিদ্ধ। জেলাজুড়ে পুলিশ বাইরে থাকা মানুষদের ঘরে পাঠিয়েছে বার বার। আজ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসুদেবপুরের লোহজং’য়ে জময়েত আড্ডায় বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসা বাধে তাস খেলুড়েদের। পুলিশ চলে যাওয়ার পরামর্শ দিলেও মানতে চাইছিল না। সেই নিয়ে বচসা বাধে জনতার সঙ্গে।
পরে না চলে যাওয়ায় পুলিশ তাড়া করতে গেলেই জমায়েতকরীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পাশাপাশি পুলিশের দুটি গাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালায়। আক্রান্ত হয় দুই পুলিশ কর্মী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ইতিমধ্যে পাঁচ জনকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ।