লকডাউনে অনাহারে গোয়ায় আটকে দক্ষিন দিনাজপুরের কয়েক হাজার শ্রমিক, মুখ্যমন্ত্রীর কাছে উদ্ধারের দাবি সোশ্যাল মিডিয়ায়

আমাদের ভারত, বালুরঘাট, ২৬ মার্চ: লকডাউনের জের। গোয়ায় আটকে অনাহারে দক্ষিণ দিনাজপুরের কয়েক হাজার শ্রমিক। সাহায্যের আর্জি জানিয়ে ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায়। গত চার দিন ধরে একপ্রকার অর্ধাহার ও অনাহারেই দিন কাটছে অসহায় ওই শ্রমিকদের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে ঘরে ফেরার কাতর আর্জি শ্রমিকদের। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং গঙ্গারামপুরের কয়েক হাজার শ্রমিক গোয়ায় আটকে পড়ে কাতর আর্জি জানিয়ে তাদের উদ্ধারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এমন ঘটনা জানতেই বিধায়ক এবং সাংসদদের কাছে আবেদন জানাতে বললেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

লক ডাউনের জেরে জেলার বহু শ্রমিক আটকে পড়েছে গোয়ায়। সেখানে থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে চরম অসুবিধায় পড়েতে হচ্ছে তাঁদের। করোনার আতঙ্কে লকডাউনের এমন পরিস্থিতিতে ২৭ মার্চ ওই সব শ্রমিকদের গোয়া থেকে বের করে দেবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে বলে অভিযোগ। যে খবর পেতেই আরও আতঙ্কিত হয়ে পড়ছেন সেখানে আটকে থাকা এ জেলার কয়েক হাজার শ্রমিক। গত কয়েকদিন ধরে একপ্রকার অনাহারেই রয়েছে ওইসব শ্রমিকরা। ফলে এক চরম অসহায় অবস্থার মধ্যে পড়ে ভিডিও বার্তা দিয়ে সাহায্যের আর্জি জানিয়েছে তাঁরা। ঘটনা নিয়ে দিদিকে বলো’তে ফোন করেও কোন ফল পাননি বলেও অভিযোগ করেছেন তারা। রাজ্য সরকার তাঁদের সাহায্যে এগিয়ে আসুক এবং বাড়ি ফেরানো হোক এমন দাবিই জানানো হয়েছে তাদের তরফে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আমাদের করনীয় কিছুই নেই। তবে তাঁদের উদ্ধার করতে পারেন বিধায়ক এবং সাংসদরা। বিষয়টি তাঁদের নজরে আনা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *