আমাদের ভারত, ২৫ আগস্ট: মঙ্গলবার পথে ‘নেট’ পরীক্ষার্থীদের সর্বতোভাবে সহায়তা করার আশ্বাস দিলো কলকাতা পুলিশ।
রবিবার সাাজিক মাধ্যমে কলকাতা পুলিশ জানিয়েছে, “মঙ্গলবার ইউজিসি-র ‘নেট’-এর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ থেকে ১২.৩০ এবং বিকেল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত। সেদিনই ‘নবান্ন অভিযান’-এর আহ্বান জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক গোষ্ঠী। এই অভিযানের কারণে যাতে কোনও ‘নেট’ পরীক্ষার্থী তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধেয় না পড়েন, সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কোনও রকম অসুবিধেয় পড়লে অনুরোধ, নিকটবর্তী পুলিশ কর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।”