Plastic surgery camp, Chhatna, কুষ্ঠ রোগীদের বিকৃত অঙ্গের প্লাস্টিক সার্জারি শিবির ছাতনায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ মার্চ: কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীদের বিকৃত অঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে এক শিবিরের আয়োজন করা হয়েছে।ন্যাশনাল ল্যাপ্রোসি ইরাবিকেশন ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের যৌথ উদ্যোগে কুষ্ঠ রোগীদের বিকৃত অঙ্গের পুনর্গঠনে আয়োজন করা হয়েছে এই বিনামূল্যে প্লাস্টিক সার্জারি শিবির।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, স্বাস্থ্য ভবনের তত্ত্বাবধানে এই শিবিরে কুষ্ঠ রোগীদের বিকৃতি অঙ্গ প্লাস্টিক সার্জারি করে তা পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। মোট ২৮ জন রোগীকে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

এদিন সকালে কলকাতা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ প্রবীর যশের নেতৃত্বে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল আসেন ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে।

এবিষয়ে বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা:শ্যামল সরেন বলেন, যে সমস্ত কুষ্ঠ রোগী বর্তমানে সুস্থ অথচ রোগ জনিত কারণে তাদের শরীরের কিছু অঙ্গের বিকৃতি ঘটেছিল। সেইসব বিকৃত অঙ্গের প্লাস্টিক সার্জারি করতেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা: প্রবীর যশ বলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার পর রোগীর হাতে ও পায়ের অংশে অনেক সময় কিছু বিকৃতি দেখা দেয়। সুস্থ হওয়ার পরও এই অঙ্গ অনেকটাই বিকৃত থাকে। ফলে সমাজে, এমনকি পরিবারেও তারা অবহেলিত হয়ে থাকে। সমাজ জীবনে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাই রোগীর বিকৃত অংশে প্লাস্টিক সার্জারি করে পুনর্গঠনের কাজ করা হয়। এর ফলে হারিয়ে যাওয়া অঙ্গ ফিরে পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবেন রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *