আমাদের ভারত, হাওড়া, ২২ নভেম্বর: প্লাস্টিক দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল বাগনানের ছয়ানি গুজরাট গ্রামের শিল্পী তপন কর। গ্রামকে দূষণমুক্ত রাখতে প্লাস্টিক সংগ্রহের অভিনব প্রতিযোগিতার আয়োজন করলেন তিনি। অংশ নিল গ্রামের ৬ থেকে ১১ বছরের শিশুরা। ফল মিলল হাতেনাতে। গ্রাম থেকে সংগ্রহ হল ৫৩ কেজি প্লাস্টিক। গ্রামকে দূষণমুক্ত করার প্রতিযোগিতায় সফল প্রতিযোগিরা পেল আর্থিক পুরস্কার।
সূত্রের খবর, প্রতিবছর উৎসবের মরসুমে প্লাস্টিকের প্যাকেট, বোতল, থার্মোকলের থালায় ভরে উঠতো গোটা গ্রাম। দূষিত হত গ্রামের পরিবেশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রামের পরিবেশকে দূষণমুক্ত রাখতে এগিয়ে এলেন শিল্পী তপন কর। আয়োজন করলেন প্লাস্টিক সংগ্রহ প্রতিযোগিতার। অভিনব প্রতিযোগিতা সম্পর্কে তপন কর জানান মূলত পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং শিশুদের মনে সুস্থ পরিবেশের চিন্তা পৌঁছে দিতে এই উদ্যোগ। তিনি জানান শিশুরা যেভাবে উৎসাহ দেখিয়েছে তাতে আমার ধারনা গ্রামে আর কোথাও প্লাস্টিকের জিনিস পড়ে থাকবে না। এত বিপুল পরিমাণ প্লাস্টিক নিয়ে কী করবেন, এই প্রশ্নের উত্তরে তপন করে জানান এই সমস্ত প্লাস্টিক কিভাবে পুনর্ব্যবহারযোগ্য করা যায় সেই নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।