জে মহাতো, মেদিনীপুর, ২৪ নভেম্বর:
রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার শেষ নেইl জেলায় জেলায় উঠছে শুভেন্দু অধিকারীর ব্যানার ও হোর্ডিং। রাজ্যজুড়ে ক্রমশ সংগঠিত হচ্ছে তাঁর অনুগামীরাl তারাই মুখ্যমন্ত্রীর ছবি ছাড়াই শুধুমাত্র তাদের দাদার ছবির ব্যানার ও হোর্ডিং লাগাচ্ছেন শহরে বাজারেl তবে তার উল্টো ছবিও দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ এবং দাসপুর বিধানসভা এলাকায়l
মেদিনীপুর শহরের অদূরে হোসনাবাদ এলাকায় স্থানীয় বিধায়ক দিনেন রায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মাঝখানে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার এবং হোর্ডিং লাগানো হয়েছে। অন্যদিকে, দাসপুরে তৃণমূলের বিজয়া সম্মেলন উপলক্ষ্যে লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রীর পাশে শুভেন্দু অধিকারীর ছবি রাখা হয়েছেl
এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, বিষয়টি অনেক উপরের লেভেলেরl তাই এই বিষয়ে তাঁর কিছু মন্তব্য করা ঠিক হবে নাl তবে বিজেপিকে রুখতে কর্মীরা তৃণমূলের ঐক্যকে আরো মজবুত করতে চাইছেনল
সম্প্রতি শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বেশকিছু কর্মসূচি নিয়েছেনl সেই কর্মসূচিগুলিতে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল নাl এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি মুখ্যমন্ত্রীর পাশে শুভেন্দু অধিকারীর ছবি রেখে শুভেন্দুকে নিজেদের নেতা হিসেবেই প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব!