আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মে: ভোট মিটতেই আবারও হিংসার ছবি। হিংসা ছড়ানোর ঘটনা ঘটল ব্যারাকপুরে। ভাটপারার ১৬, ২২ ও ৯ এই তিনটি ওয়ার্ডের বিজেপির বুথ কর্মীদের ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। যদিও তাদের প্রত্যেকের সঙ্গেই সোমবার রাতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হাসপাতালে দেখা করতে যান। কিন্তু তার মধ্যে গুরুতর আহত হয় সামুদ্দিন আনসারী, তাকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে ভাটপাড়া তৃণমূল টাউন প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষ বলেন, তৃণমূল রাজনীতি করেনা, যদিও কোন ঘটনা ঘটে থাকে প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে।
এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুরের ভোট শান্তিপূর্ণ ভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানান। কিন্তু ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটছে যার জেরে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে বলে অর্জুন সিং- এর অভিযোগ। সেই সঙ্গে তিনি এদিন ব্যারাকপুরের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির ওপর হামলা বন্ধ না হলে তিনি তার কাজ শুরু করবেন, আর তখন সেটা বন্ধ করতে পারবে না বলেও পুলিশকে হুঁশিয়ারি দেন।