আমাদের ভারত, নীল বনিক, কলকাতা, ২৭ নভেম্বর:
উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসি নয় তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। বিজেপি যেমন দাবি করছে, তিনটি বিধনসভায় পদ্মফুল ফোটা নিশ্চিত। বিজেপির এই দাবিকে কটাক্ষ করে পার্থ বাবু বলেন, আমি জ্যোতিষী নই। তাই আগে থেকে বলার পক্ষপাতি নই। মানুষ যা রায় দিয়েছে, গতকাল তার প্রতিফলন ঘটবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এমন কথা শোনার পরে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তাহলে কোথাও কি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব রয়েছে দলের মহাসচিবের মধ্যে। এমনিতেই রাজনীতির মানুষরা জয়ের ব্যাপারে সবসময় বলেন মানুষ আমাদের দিকেই আছে। আমরাই জিতবো। তৃণমূলের অনান্য নেতারা জয়ের ব্যাপারে নিশ্চিত। তারা বলছেন কেন্দ্রের তুঘলকি সরকারের বিরুদ্ধে মানুষ মমতাকেই ভোট দিয়েছেন। তবে ফল ঘোষণার ১২ ঘন্টা আগে পার্থ চ্যাটার্জি যেন বাস্তবিক। ফল দেখেই যেন বিজেপিকে আক্রমনে নামবে। তার আগে বিজেপির তিনে তিন দাবি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইলেন না পার্থ চ্যাটার্জি।