অপপ্রচারে’র বিরুদ্ধে সরব পার্থ চট্টোপাধ্যায়, দিলেন শিক্ষক নিয়োগ নিয়ে বড় আশ্বাস

রাজেন রায়, কলকাতা, ১৭ জানুয়ারি: মেধা তালিকায় চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দিয়েছে হাইকোর্ট৷ তৃণমূল সরকারের দু’বছরে কার্যকালে একজন শিক্ষকও নিয়োগ হয়নি, এই নিয়ে প্রচার চালাচ্ছে বিরোধীরা। একই সঙ্গে প্রায় ৩ বছর পর প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য৷ ১৬ হাজার ৫০০ শিক্ষক শূন্যপদে নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সেই মামলা বিচারাধীন৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘অপ্রচারে’র বিরুদ্ধে সরব হলেন পার্থ চট্টোপাধ্যায়৷

রবিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী মাসের শুরুতেই রাজ্য প্রথম সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হবে৷ একইসঙ্গে ১৬,৫০০ শিক্ষক শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি৷ আদালতের রায় অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা সাঁওতালি ভাষায় যে শিক্ষক নিয়োগ করছি, ৪৭৫ শূন্যপদে শিক্ষক নিয়োগ আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে৷ আমরা পরীক্ষার দিন জানিয়ে দিয়েছি৷ ২২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷”

প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আদালতের যে সমস্ত নির্দেশাবলী হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা বলেছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে, তারা যেন ব্যবস্থা গ্রহণ করে৷” শিক্ষক নিয়োগকে কেন্দ্রকে করে একের পর এক মামলার প্রসঙ্গ তোলেন তিনি৷ জানান, “অপপ্রচার, মিথ্যে অজুহাত দেখিয়ে বিক্ষোভ করার চেষ্টা করছে। সেটা সঠিক নয়। আদালতের নির্দেশে ১৬,৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হবে৷ আগামী ৩১ জানুয়ারি প্রাথমিক টেটের যে পরীক্ষা বাকি আছে, আড়াই লক্ষ আবেদনকারীর পরীক্ষা হবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *